সিএইচসিপিদের Service Platform (Manual এর সবুজ অংশ)

Duration: 5 Mint (Minimum)

সেবা গ্রহীতাদের স্বাস্থ্য সেবার তথ্য সংগ্রহ করার জন্য এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে হবে। এই প্ল্যাটফর্মে কাজ করার ধাপগুলো হলো-
১. প্রথমে প্লাটফর্মে লগইন করতে হবে।
২. যাদের ইউনিক হেলথ আইডি কার্ড আছে, তাদের প্রোফাইল খুঁজে বের করে, স্বাস্থ্য সেবার তথ্য সংগ্রহ করতে হবে।
৩. যাদের ইউনিক হেলথ আইডি নেই, তাদেরকে রেজিস্ট্রেশন করে স্বাস্থ্য সেবার তথ্য সংগ্রহ করতে হবে।

প্রথমে জেনে নেই, লগইন করার পদ্ধতি- লগ ইন করতে হলে গুগল ক্রোমে কমিউনিটি ক্লিনিকের (www.communityclinic.gov.bd) ওয়েবসাইট এ ক্লিক করে Major Component সিলেক্ট করতে হবে। এরপর Measuring Health Outcome অপশন সিলেক্ট করে সাব মেনু Health Card and Service এ ক্লিক করে এডমিন ও সার্ভিস প্যানেল সিলেক্ট করতে হবে।

এভাবে লগইন পেইজ আসার পর সিএইচসিপিদের HRIS আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এবার জেনে নেই, যাদের ইউনিক হেলথ আইডি কার্ড আছে, তাদের সেবার তথ্য সংগ্রহের পদ্ধতি লগইন করার পর VISIT এ ক্লিক করতে হবে।

এরপর সার্চ অপশনে ক্লিক করে আইডি লিখে “Search” করলে সরাসরি সেবাগ্রহীতার প্রোফাইল ওপেন হবে। সেবাগ্রহীতার প্রোফাইল এবং পূর্বের ভিজিটের তথ্য দেখা যাবে।

সেবাগৃহীতাকে সেবা প্রদানের তথ্য ইনপুট দেওয়ার জন্য “ visit” এ ক্লিক করলে
সেবাগ্রহীতার লিঙ্গ, বয়স এবং বৈবাহিক অবস্থা অনুযায়ী ভিজিটের জন্য বাম পাশে নিধার্রিত সেবা ফরমগুলো আসবে।
সকল সদ্যসের জন্য ‘‘সাধারণ রোগীর সেবা’’ ফরমটি থাকবে। তবে বয়স অনুযায়ী ফরমের নাম এবং প্রশ্নগুলো আলাদা থাকবে।যদি MHV খানা থেকে কোন মহিলার গর্ভবতী কিংবা শিশু
জন্মদানের তথ্য সংগ্রহ করে থাকেন,তাহলে স্বয়ংক্রিয়ভাবে উক্ত মহিলার প্রসব পূর্ববর্তী বা প্রসব পরবর্তী সেবার ফরম চালু হয়ে যাবে।

কিন্তু যদি সেবা প্রদানকারীর প্রথমবারের মত গর্ভবতী বা শিশু জন্মদান চিহ্নিত করতে হবে, তাহলে উক্ত মহিলার গর্ভবতী তথ্য হালনাগাদ ফরমে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে প্রসব পূর্ববর্তী বা প্রসব পূর্ববর্তী সেবার ফরম চালু করতে হবে, -

সেবাগ্রহীতার তথ্য সংগ্রহ করার জন্য নির্ধারিত ফরমের উপর ক্লিক করতে হবে,তাহলে ফরমটি ওপেন হবে । প্রয়োজনীয় উত্তর সিলেক্ট করে “ SAVE ” এ ক্লিক করতে হবে। তাহলে তথ্য হালনাগাদ হবে এবং প্রয়োজনীয় পরবর্তী ফরম আসবে।

[ সেবার নির্দিষ্ট ফরম পূরণের পদ্ধতি (৩.৪.৩.২) বর্ণনা করতে হবে ]

এই পর্যায়ে জেনে নেওয়া যাক, ইউনিক হেলথ আইডি নেই বা কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এলাকায় পূর্বে রেজিস্ট্রেশন করা হয়নি বা বহিরাগত কোন ব্যক্তিকে রেজিস্ট্রেশন করে সেবার তথ্য সংগ্রহের পদ্ধতি

কোন সদস্যকে রেজিস্ট্রেশন করতে হলে প্রথমে “Registration” এ ক্লিক করতে হবে তারপর Create New এ ক্লিক করতে হবে । তারপর “কমিউনিটি ক্লিনিক এর আওতাধীন’’ সিলেক্ট করতে হবে। খানা প্রধানের নাম বা মোবাইল নম্বর দিয়ে সার্চ করে খানা প্রধানকে সিলেক্ট করে দিতে হবে। বাকি তথ্য দিয়ে ‘Save’’ এ ক্লিক করে তথ্য সেভ করতে হবে।

(ওয়েব পেইজ যাবে)

কমিউনিটি ক্লিনিক নির্ধারিত ওয়ার্ড এর বাহিরে কিংবা বহিরাগত সদস্য অথবা এই এলাকার কেউ (এমএইচভি এখনোও রেজিস্ট্রেশন করে নাই) তারা রেজিস্ট্রেশন করতে পারবে এবং সেবার তথ্য সংগ্রহ এর জন্য বহিরাগত/নতুন কোন সদস্যেকে রেজিস্ট্রেশন করতে হলে প্রথমে Registration এ ক্লিক করতে হবে। তারপর ‘‘Create New’ এ ক্লিক করতে হবে। সদস্যের ধরন প্রশ্নের উত্তরে ‘‘বহিরাগত ’’ / কমিউনিটি ক্লিনিক আওতাধীন “ সিলেক্ট করতে হবে। বাকি তথ্য দিয়ে ‘‘save’’ এ ক্লিক করতে হবে।

অফলাইন সেবা প্রদান

সেবা প্রদানকারীর যদি ইন্টারনেট সংযোগ না থাকে সেক্ষেত্রে অনলাইনে সেবার তথ্য সংরক্ষণ করতে পারবেন। এক্ষেত্রে সেবা প্রদানকারীকে Web link ব্যবহার করতে হবে। (https:// 103.247.238.36.8080./offline) - ] প্লাটফরমের মতো তথ্য সংগ্রহ করতে পারবেন। সেবা প্রদানের তথ্য পূরণ করে রাখতে হবে। এরপর সেবা প্রদানকারী ইন্টারনেট সংযোগের আওতায় আসলে Save করা তথ্য গুলো Server এ আপলোড করে দিতে পারবে। নিদির্ষ্ট Web link ওপেন হবে। “Connect “ এ ক্লিক করলে “ Offline content is being synced” আসলে দেখা যাবে ডাটা sync হবে। এরপর ‘‘ Ok’’ এ ক্লিক করলে লগইন পেইজ আসবে এবং লগইন করে পূর্ববতী নির্দেশনা অনুযায়ী সেবা দিয়ে তথ্য সেভ করতে হবে। দেখা যাবে ডাটা পেন্ডিং আছে তাই ডাটা Sync এর জন্য “ Sync” বাটনে ক্লিক করতে হবে। কিছুক্ষণ পর একটা মেসেজ আসবে “Date Synced Successful’’। এই ভাবে অফলাইনে সেবা প্রদান করা যাবে।

অ্যাপ অনুসারে ৩.৬ পুরাটি দেখানো হবে। ( পেজ ৬৩)

Last Updated: 2019-05-05 17:37:21