MHV রিপোর্ট এবং মনিটরিং ড্যাশবোর্ড (Manual এর নীল অংশ)

খানা ভিত্তিক তথ্য কার্যক্রম পর্যবেক্ষণের জন্য অ্যাপ্লিকেশনে একটি ড্যাশবোর্ড রয়েছে। এতে জাতীয় পর্যায় থেকে কমিউনিটি ক্লিনিক পর্যায় সকল স্তরের তথ্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রদত্ত ই-মেইল আইডি ব্যবহার করে পর্যবেক্ষণ করা যাবে।

Google Chrome ব্রাউজার ব্যবহার করে কমিউনিটি ক্লিনিকের ওয়েবসাইট http://www.communityclinic.gov.bd এই Major Component এ ক্লিক করে Measuring Health Outcomes অপশন টি সিলেক্ট করলে পরবর্তিতে Health card & Services অপশনটি আসবে। এখন এই অপশনটি সিলেক্ট করলে ডান সাইডে Dashboard আসবে, তাতে ক্লিক করলে লগইন পেজে যাওয়া যাবে।

HRIS এর ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন বাটন এ ক্লিক করলে হোম পেজ আসবে। এর জন্য বিভিন্ন পর্যায় থেকে সংলিষ্ট ইমেইল দিয়ে ড্যাশবোর্ড মনিটরিং করতে পারবো।

[Page no - 67 এর টেবিলটি স্ক্রিনে দেখানো হবে]

ড্যাশবোর্ডের হোম পেজ পরিচিতি:

এই ড্যাশবোর্ডে নির্ধারিত উপজেলার রেজিস্ট্রেশনকৃত খানার সংখ্যা, সদস্য সংখ্যা, পুরুষ সদস্য সংখ্যা এবং মহিলা সদস্য সংখ্যা দেখাবে। যার ভিত্তিতে হেলথ আইডি কার্ড তৈরি হবে।

“Report” এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখা যাবে।

এখানে গত ৭ দিনের উপজেলা অনুযায়ী তথ্য দেখা যাবে। তথ্য সমুহ ডাইনলোড করা যাবে। এখানে search করে কমিউনিটি ক্লিনিকের নাম বা আইডি দিয়েও তথ্য দেখা যাবে। এই ড্যাশবোর্ডে Population Coverage এর মোট সদস্য টার্গেট এবং কভারেজ টেবিল এবং পাই চার্টে দেখা যাবে।

যেমনঃ নরসিংদীর শিবপুর উপজেলার আইডি shibpur@uhfpo.dghs.gov.bd এবং পাসওর্য়াড দিয়ে ক্লিক করলে আমরা দেখতে পারবো।

Achievement Dashboard:

উপজেলা অনুযায়ী সিসি, এমএইচভি সংখ্যা দেখা যাবে এবং খানা, সদস্য টার্গেট এবং নিবন্ধন সংখ্যাs ও দেখা যাবে . শতকরা কতজন সদস্যের তথ্য সংগ্রহ করা হয়েছে তা জানা যাবে।

Coverage Dashboard:

এখানে উপজেলা অনুযায়ী সিসি, এমএইচভি সংখ্যা দেখা যাবে HRIS, এবং PRIMA Appliaction কভারেজ দেখা যাবে।
একজন CHCP তার সংলিষ্ট MHV দের মনিটরিং করার জন্য নিজস্ব ইমেইল দিয়ে ড্যাশবোর্ডে প্রবেশ করবে।

[পূর্বের cc আইডি দিয়ে প্রবেশ করে দেখানো লাগবে]

MHV দের - ব্যক্তি পর্যায়ে অগ্রগতি রিপোর্ট দেখার ক্ষেত্রে হোম পেইজের Aggregated Report এ ক্লিক করতে হবে, এতে প্রত্যেক MHV দের পূরণকৃত খানা এবং সদস্যদের তথ্যের তালিকা দেখা যাবে।
আর MHV আইডিতে ক্লিক করলে MHV Profile দেখা যাবে। তার সকল খানার আইডি ও খানা প্রধানের নাম দেখা যাবে। খানার আইডির উপর ক্লিক করলে খানার সদস্যদের তালিকাও দেখা যাবে।

অর্থাৎ

হোম পেইজে প্রথমে Client এ ক্লিক করতে হবে তারপর Household এ ক্লিক করলে খানার তালিকা দেখা যাবে। Member এ ক্লিক করলে সদস্য তালিকা দেখা যাবে।
মাঠ পর্যায়ে খানা ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যকম পরিচালনার ক্ষেত্রে এ্যাপ্লিকেশনে তথ্য পাঠানো, আইডি তৈরী, এডিট ইত্যাদি বিষয়ে যাবতীয় সমস্যা সমূহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য হোম পেইজে Logout এর পাশে Support & Contact এ ক্লিক করলে একটি নির্দিষ্ট ফরম আসবে। সবগুলো তথ্য প্রদান করে সাবমিট করতে হবে।
এভাবে নির্দিষ্ট ইমেইল ব্যবহার করে সকল পর্যায় থেকে খানা ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করা যাবে।

Last Updated: 2019-05-05 17:37:21